Pages

Space for ADS

#

Sunday, 22 October 2023

NTRCA UPDATE FOR ENTRY LABEL TEACHER'S RECRUITMENT

Read this Article in English

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিবন্ধন সনদ বা সনদপত্র প্রদানের প্রচলন বাড়ছে। ভবিষ্যতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা জনপ্রশাসন কমিশন (পিএসসি) এর নমুনায় শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এই জন্য আইন সংশোধন করা হচ্ছে। সনদপত্র প্রক্রিয়া বাতিলের ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সনদপত্র কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নামও পরিবর্তন করা হচ্ছে।



নতুন আইন যদি মন্ত্রিসভা অনুমোদন করে এবং সংসদে পাস হয়, তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সনদপত্র দেওয়া হবে না। পরিবর্তে, উত্তীর্ণদের একটি তালিকা শিক্ষা বিভাগগুলিকে দেওয়া হবে। শিক্ষা বিভাগগুলি থেকে শূন্যপদে উত্তীর্ণ প্রার্থীদের আবেদন সংগ্রহ করা হবে। সফল প্রার্থীরা আবেদনের ভিত্তিতে নিয়োগ সুপারিশ পাবেন। এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সুপারিশকৃতদের নিয়োগ দেবে। এই প্রক্রিয়াগুলি অন্তর্ভুক্ত করার জন্য এনটিআরসিএ আইন সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শিক্ষা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাদের দৈনিক বার্তাকে এটি নিশ্চিত করেছেন।

Info source: দৈনিক শিক্ষা।

Read this Article in English





No comments:

Post a Comment

আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে।"

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর একটি উক্তি বা কবিতাংশ তুলে ধরা হয়েছে। ছবিতে লেখা আছে— "আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের...