Saturday, 1 October 2022
A picture carries a meaning equal to 10000 words
Monday, 12 September 2022
What are basic vowels| মৌলিক স্বরধ্বনি কী?
মৌলিক স্বরধ্বনির ধারনা
-বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা, অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
মৌলিক স্বরধ্বনি কাকে বলে?
-মৌলিক স্বরধ্বনি বলতে সেই সব স্বরকে বোঝায় যেগুলিকে ভাঙা যাবে না এবং যে স্বরগুলি অন্য কোনো স্বরের রূপভেদ নয়।
ধ্বনি কী?
-কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, ধ্বনি তৈরি হয় বাগযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাগ্-প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পায়। ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়। তবে সব ধ্বনিই সব ভাষা গ্রহণ করে না।
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় : ১. স্বরধ্বনি ২. ব্যঞ্জনধ্বনি।
১. স্বরধ্বনি: যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয়, তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
২. ব্যঞ্জনধ্বনি: যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন: ক্, খ্, গ্, ঘ্, প্, স্, ইত্যাদি। এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। যেমন: (ক্+অ=) ক; (গ্+অ=) গ; (প্+অ=) প ইত্যাদি।
বাংলা স্বরবর্ণ ও স্বরধ্বনি কতগুলি এখানে মনে রাখতে হবে, বাংলা বর্ণমালায় উপস্থিত অন্যান্য স্বরগুলো মৌলিক স্বর নয়। যেমন, ঈ স্বরটি ই স্বরেরই দীর্ঘ রূপ। আবার ঋ স্বরটি বাংলায় 'রি' রূপে উচ্চারিত হয়। ঐ,ঔ -- এরা দুটি স্বরের যোগে তৈরি যৌগিক স্বর। অপরদিকে অ্যা স্বরটি বাংলা উচ্চারণে বহুল ব্যবহৃত হলেও বর্ণমালায় এর নিজস্ব চিহ্ন নেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো বাংলা বর্ণমালায় মাত্র দুটি যৌগিক স্বরকে রাখা হয়েছে। তার অর্থ এই নয় যে বাংলায় এই দুটি ছাড়া যৌগিক স্বর নেই। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় চলিত বাংলা ভাষায় মোট ২৫টি যৌগিক স্বরের কথা বলেছেন। প্রকৃতপক্ষে যৌগিক স্বরের সংখ্যা আরও বেশি। কারণ এই ২৫টি আসলে যৌগিক দ্বিস্বর। বাংলা ভাষায় ত্রিস্বর, চতুঃস্বর এমনকি পঞ্চস্বরের যোগে গঠিত যৌগিক স্বরেরও যথেষ্ট নিদর্শন রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে, বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও "বাংলায় মোট স্বরধ্বনি ক'টি" এ প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার মতো যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই। তাই বাংলা স্বরধ্বনি কটি বলতে বললে মৌলিক স্বরধ্বনির সংখ্যা বলাই উচিত। তবে বাংলা স্বরবর্ণ কয়টি জানতে চাইলে ১১টি বলতে হবে। কারণ বাংলা বর্ণমালায় ১১টি স্বরবর্ণ রয়েছে।
আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে।"
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর একটি উক্তি বা কবিতাংশ তুলে ধরা হয়েছে। ছবিতে লেখা আছে— "আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের...

-
How to Get Digital Marketing Course for Free! There are several ways you can access free courses on digital marketing: 1. '' Online ...
-
Permutation and combination are mathematical concepts used to count and arrange objects or elements in different ways: 1. Permutation: A per...
-
Mymensingh Girls' Cadet College History: Mymensingh Girls' Cadet College was established on 01 June 1982 covering 27.37 acres of l...