Pages

Space for ADS

#

Monday, 19 September 2022

Feni Girls’ Cadet College

Feni Girls’ Cadet College
FGCC


History
Feni Girls’ Cadet College (FGCC) is the 11th among 12 cadet colleges in Bangladesh. Located in Feni District, it presents a nice panoramic view stretching along the Feni-Chhagolnaiya Highway. It spans over an area of 47.59 acres, a part of an abandoned British Airfield constructed in 1942 during World War II.

Cadet colleges in Bangladesh have become synonymous to glory and success for their excellence in terms of education as well as creating leaders fostering values of respect, loyalty and moral courage. The number of cadet colleges increased to 10 after the Liberation War.
Feni girl's cadet college


In this triumphant onward march of cadet colleges, one important thing came into notice regarding the number of girls’ cadet college. Among the ten cadet colleges in Bangladesh, only one (Mymensingh Girls Cadet College) was for the girls while nine other were for boys. The necessity to increase the number of girls’ cadet colleges was felt to ensure better opportunity of education for girls. The introduction of commissioning female officers in Defense Services in 2002 added more impetus to the issue. Finally decision was taken to establish two more girls’ cadet colleges at Feni and Joypurhat.

After a comprehensive reconnaissance a portion of an abandoned British Airfield (constructed in 1942 during World War II) was chosen as the site for Feni Girls Cadet College. The MES (Military Engineer Services) started the project work on 29 June 2004. Cadet selection procedure started in December 2005 and after a nationwide competitive examination best girls were selected for admission.

Initially only minimum number of essential Officers, Faculty Members and Staffs were posted from old colleges while the recruitment procedure was going on. The college received the first batch of newly recruited employees on April 2006. The college opened on 15 April 2006 with 100 students (cadets), fifty each from class VIII and VII. On 7 June 2006 the then Prime Minister Begum Khaleda Zia formally inaugurated the college through a grand ceremony. Ministers, Chief of three Service, Senior Military and Civil Officers, Elites, Staffs of the college and Cadets were present on the occasion. The college was started with only few essential installations while the project work was still in progress. Now the college stands with a complete and vast infrastructure providing all facilities to cadets.
Garden Party



AT A GLANCE

NAME: FENI GIRLS’ CADET COLLEGE

ACRONYM: FGCC

DEMONYM: FENIANS

FOUNDED ON: 07 JUNE, 2006

TOTAL AREA: 47.59 Acres

LOCATION: AT FENI OLD AIRPORT AREA, 2 KM NORTH OF FENI TOWN

COLLEGE MOTTO: NOBLE EDUCATION DECENT LIFE

COLLEGE COLOUR: CRYSTAL GREEN

NUMBER OF HOUSES: 03

NUMBER OF CADETS: 345

NUMBER OF FACULTY MEMBERS: 33

RANGE OF CLASSES: CLASS VII --- CLASS XII

MEDIUM OF INSTRUCTION: ENGLISH

CURRICULUM : NATIONAL CURRICULUM(ENGLISH VERSION)

Google Search : Alphabet Tracing

Saturday, 17 September 2022

Learn how to upload videos from your PC with YouTube Studio.

Learn how to upload videos from your PC with YouTube Studio.



Things to remember: 
If this is your most vital time, don't worry about making the best video. Getting everything moving is crucial! You will have the decision to adjust video settings or delete the video later on.
Nor do you truly need the ideal equipment, what you have reachable will do.
Try to play with it! Think about what moves you and start with that.

We suggest
Take a stab at transferring a test video to become familiar with the means. Utilize YouTube's video protection settings to set your video to public, private, or unlisted mode.

Monday, 12 September 2022

Kids Education

 Welcome to Learn With Sanjoy. Here You can Learn Like a Pro!


Apps Download link


Link1 

http://bit.ly/3BI39xt


Are You looking for a great Site for Your KIDS Education? If Yes, You are Right Place.

Here We share KIDS Suitable Knowledge also.



Link2



Link3











What are basic vowels| মৌলিক স্বরধ্বনি কী?

 মৌলিক স্বরধ্বনির ধারনা 

-বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। যথা, অ, আ, ই, উ, এ, ও, অ্যা। 




মৌলিক স্বরধ্বনি কাকে বলে? 


-মৌলিক স্বরধ্বনি বলতে সেই সব স্বরকে বোঝায় যেগুলিকে ভাঙা যাবে না এবং যে স্বরগুলি অন্য কোনো স্বরের রূপভেদ নয়। 


ধ্বনি কী?

-কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, ধ্বনি তৈরি হয় বাগযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাগ্-প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখের বিভিন্ন জায়গায় বাধা পায়। ফলে মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়। তবে সব ধ্বনিই সব ভাষা গ্রহণ করে না। 


বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় : ১. স্বরধ্বনি ২. ব্যঞ্জনধ্বনি।


১. স্বরধ্বনি: যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় এবং যাকে আশ্রয় করে অন্য ধ্বনির সৃজন হয়, তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা অ, আ, ই, উ, এ, ও, অ্যা। 


২. ব্যঞ্জনধ্বনি: যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না এবং যে ধ্বনি সাধারণত অন্য ধ্বনিকে আশ্রয় করে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন: ক্, খ্, গ্, ঘ্, প্, স্, ইত্যাদি। এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। যেমন: (ক্+অ=) ক; (গ্+অ=) গ; (প্+অ=) প ইত্যাদি। 


বাংলা স্বরবর্ণ ও স্বরধ্বনি কতগুলি এখানে মনে রাখতে হবে, বাংলা বর্ণমালায় উপস্থিত অন‍্যান‍্য স্বরগুলো মৌলিক স্বর নয়। যেমন, ঈ স্বরটি ই স্বরের‌ই দীর্ঘ রূপ। আবার ঋ স্বরটি বাংলায় 'রি' রূপে উচ্চারিত হয়। ঐ,ঔ -- এরা দুটি স্বরের যোগে তৈরি যৌগিক স্বর। অপরদিকে অ্যা স্বরটি বাংলা উচ্চারণে বহুল ব‍্যবহৃত হলেও বর্ণমালায় এর নিজস্ব চিহ্ন নেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো বাংলা বর্ণমালায় মাত্র দুটি যৌগিক স্বরকে রাখা হয়েছে। তার অর্থ এই নয় যে বাংলায় এই দুটি ছাড়া যৌগিক স্বর নেই। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় চলিত বাংলা ভাষায় মোট ২৫টি যৌগিক স্বরের কথা বলেছেন। প্রকৃতপক্ষে যৌগিক স্বরের সংখ্যা আর‌ও বেশি। কারণ এই ২৫টি আসলে যৌগিক দ্বিস্বর। বাংলা ভাষায় ত্রিস্বর, চতুঃস্বর এমনকি পঞ্চস্বরের যোগে গঠিত যৌগিক স্বরের‌ও যথেষ্ট নিদর্শন রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে, বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি, এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও "বাংলায় মোট স্বরধ্বনি ক'টি" এ প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার মতো যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই। তাই বাংলা স্বরধ্বনি কটি বলতে বললে মৌলিক স্বরধ্বনির সংখ্যা বলাই উচিত। তবে বাংলা স্বরবর্ণ কয়টি জানতে চাইলে ১১টি বলতে হবে। কারণ বাংলা বর্ণমালায় ১১টি স্বরবর্ণ রয়েছে।


আরো পড়ুন-

Thursday, 8 September 2022

শাক সবজির ইংরেজী নাম: Name of Vegetable

শাক সবজির  ইংরেজী নাম:



শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।


আরো পড়ুন-

>

💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️

ভর্তি হওয়ার লিংক➡️ https://10ms.io/Qe2TrJ

ঘরে বসে Spoken English 

https://10ms.io/Qe2TrJ



Others courses links 

https://10ms.io/Qe2TrJ

সবার জন্য Vocabulary

https://10ms.io/He2Tiv

এইচ.এস.সি পদার্থবিজ্ঞান ১ম পত্র পকেট বুক

https://10ms.io/seGiYD

এইচ.এস.সি পদার্থবিজ্ঞান ২য় পত্র পকেট বুক

https://10ms.io/ceGiGv 

সাধারণ গণিত ৫ম শ্রেণি

https://10ms.io/weGop1

সাধারণ গণিত ৪র্থ শ্রেণি

https://10ms.io/CeGohH

সাধারণ গণিত ৩য় শ্রেণি

https://10ms.io/veGoAA

ঘরে বসে Spoken English 

https://10ms.io/Qe2TrJ

সবার জন্য Vocabulary

https://10ms.io/He2Tiv

Kids English

https://10ms.io/ve2Taa

সুন্দর ও দ্রুত বাংলা হাতের লেখা

https://10ms.io/ae2Tgq


ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
সারাজীবন  মেয়াদি ( একবার ভর্তি হলে সারাজীবন ব্যবহার করতে পারবেন)  এই কোর্স শেষে  পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র= #950Tk

<

Wednesday, 7 September 2022

SOLVING MCQs LIKE A PROFESSIONAL

 SOLVING MCQs LIKE A PROFESSIONAL: সমান্তর ধারা

SOLVING MCQs LIKE A PROFESSIONAL: সমান্তর ধারার MCQ solving tricks  

এই ভিডিওটি তে দেখানো হয়েছে কিভাবে সমান্তর ধারার সাধারণ পদ (n-তম পদ) বের করতে হয় এটি competitive examination আপনাকে এগিয়ে রাখবে এরূপ আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সাথে থাকতে channel টি subscribe করুন পাশে থাকা নোটিফিকেশন আইনটি ON করে দিন

 



আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে।"

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর একটি উক্তি বা কবিতাংশ তুলে ধরা হয়েছে। ছবিতে লেখা আছে— "আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের...