A picture carries a meaning equal to 10000 words
ছবিটির অর্থ খুব তাৎপর্যপূর্ণ এই মেয়েটা হলো আমাদের জীবন। মেয়েটি দাবার কোটের উপর বসে আছে অর্থ জীবনটা একটা গেম। যা দাবাখেলার মতোই জটিল, সাবধানে প্রতিটি পদক্ষেপ নিতে হয়, তা নাহলে শত্রু,প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, নানাবিধ জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরের দামী শাড়ী, দামী অলংকার, ফুলের মতো সুন্দর চেহারা,বিষয় সম্পত্তি দালান কোঠা কোন কিছুই চিরস্থায়ী নয়। পাশে হৃদপিণ্ড পিপড়ায় খাচ্ছে অর্থ এই নশ্বর দেহ পোকামাকড় খেয়ে নিবে। পাশে মরা পাখি,, দেহপিঞ্জর ছেড়ে পরাণ পাখি উড়ে যাবে শূন্য খাঁচা পড়ে রবে। দুই হাতে মেহেদির ভিতরে মানুষের পারস্পরিক মায়ার বন্ধন যা একদিন ছিন্ন হবে। মেয়েটির দেহে মাটির রং অর্থাৎ মাটির দেহ মাটিতে মিশে যাবে।
রাজার মুকুট পায়ের কাছে পড়ে রবে কিসের এতো অহংকার!!
ছবি ও লেখা Facebook Wall (@Lipan Mondal) হতে সংগৃহীত।
No comments:
Post a Comment