কে কিসের জনক’ জানা থাকলে ভালো। না জানা থাকলে জেনে নিই।
Part-2:
২১। সামাজিক বিবর্তনবাদের জনক -- হার্বাট স্পেন্সর
২২। বংশগতি বিদ্যার জনক -- গ্রেডার জোহান মেনডেল
২৩। শ্রেণীকরণ বিদ্যার জনক -- কারোলাস লিনিয়াস
২৪। শরীর বিদ্যার জনক -- উইলিয়াম হার্ভে
২৫। ক্যালকুলাসের জনক -- আইজ্যাক নিউটন
২৬। বাংলা গদ্যের জনক -- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭। বাংলা কবিতার জনক -- মাইকেল মধুসুদন দত্ত
২৮। বাংলা উপন্যাসের জনক -- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৯। বাংলা নাটকের জনক -- দীনবন্ধু মিত্র
৩০। বাংলা সনেটের জনক -- মাইকেল মধু সুদন দত্ত
৩১। ইংরেজী কবিতার জনক -- খিউ ফ্রে চসার
৩২। মনোবিজ্ঞানের জনক -- উইলহেম উন্ড
৩৩। জীবাণু বিদ্যার জনক -- লুই পাস্তুর
৩৪। বাংলা চলচিত্রের জনক -- হীরালাল সেন
৩৫। বাংলা মুক্ত ছন্দের জনক -- কাজী নজরুল ইসলাম
৩৬। বাংলা গদ্য ছন্দের জনক -- রবীন্দ্রনাথ ঠাকুর
---তথ্যসূত্রঃ বাংলা উইকিপিডিয়া।
Wants to Share this Article with friends and family.
Next Post
No comments:
Post a Comment