Pages

Space for ADS

#

Monday, 23 October 2023

আসছে বেসরকারি শিক্ষকদের বদলীর সুযোগ

এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত বেসরকারি শিক্ষকদের একই পদে বা স্কেলে বিভিন্ন প্রতিষ্ঠান বা স্তরে বদলির বিষয়ে একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।




 মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনটিআরসিএ-এর সুপারিশকৃত শিক্ষকদের বদলির খসড়া নীতিমালা চূড়ান্ত করতে বৈঠক ডাকা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ইতিমধ্যেই বৈঠক সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। বর্তমানে এনটিআরসিএ-এর সুপারিশকৃত বেসরকারি শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই। ফলে তারা দীর্ঘদিন ধরে বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

এর আগে 2019 সালে শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ-এর সুপারিশকৃত শিক্ষকদের বদলির জন্য একটি নীতিমালা প্রণয়ন করলেও পরবর্তীতে তা বাস্তবায়িত হয়নি।

No comments:

Post a Comment

আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে।"

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর একটি উক্তি বা কবিতাংশ তুলে ধরা হয়েছে। ছবিতে লেখা আছে— "আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের...