Pages

Space for ADS

#

Thursday, 9 March 2023

ষড় রিপু কি?

ষড় রিপু হল হিন্দু ধর্মের পদার্থগত উপাদান যা মানব জীবনের নেতিবাচক গুণাবলীর বিরুদ্ধে বিক্ষিপ্ত হওয়াকে নির্দেশ করে। এগুলি হল:

কাম (ইচ্ছা ও কামী মনোভাব)
ক্রোধ (বেদনা ও রাগ বা ক্রোধ ব্যক্ত করা)
লোভ (আসক্তি এবং লোভ)
মোহ (মোহিত হওয়া এবং ভ্রমণ)
মদ (মদ বা মদ্যপান)
মাত্সর্য (আপত্তি এবং শত্রুতা)
এই ষড় রিপু মানব জীবনে নিজেকে একটি নেতিবাচক জীবনশৈলী প্রশিক্ষিত না হলে তাঁদের সাথে সম্পর্ক সংকটের ঝুঁকি থাকে। এই ষড় রিপুর বিপদ সামনে হারানোর জন্য হিন্দুধর্মে বিভিন্ন মার্গ ও উপায় উল্লেখ করা হয়।

No comments:

Post a Comment

আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের সেবা মানুষ করিবে আর সব কিছু বাজে।"

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর একটি উক্তি বা কবিতাংশ তুলে ধরা হয়েছে। ছবিতে লেখা আছে— "আরতির থালা আর তসবির মালা আসিবেনা কোন কাজে মানুষের...